ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বাংলা সংগীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ৭, ২০২৩
‘বাংলা সংগীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার’ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সেমিনার ও উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন 'ভিন্নষড়জ'।  

বুধবার (৭ জুন) সন্ধ্যায় চবির শিক্ষক ক্লাবে এ আয়োজন করা হয়।

 

ভিন্নষড়জের সদস্য মারজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. একেএম কৌশিক আহমেদ।

অনুষ্ঠানে গৌরীপ্রসন্ন মজুমদারের গান নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক উপ উপাচার্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

প্রবন্ধে গৌরীপ্রসন্ন মজুমদারের বেড়ে উঠা, গানের শুরু, উচ্চারণ এবং শেষযাত্রাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাভাষার কবি ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা সংগীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন। তার অসংখ্য অমর সৃষ্টি আমাদের সংগীতকে করেছে সমৃদ্ধ। তার গান বিভিন্ন কন্ঠে বারবার শুনেও যেন আশ মেটে না বাঙালির। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১২ সালে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের অধ্যাপক ড. কৃষ্ণপদ মন্ডল, অধ্যাপক ড. দীনবন্ধু পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. একেএম কৌশিক আহমেদ। এছাড়া পাখোয়াজ সঙ্গতে ছিলেন চবি ভিন্নষড়জ শিল্পী ফেরদৌস হাসান ও তানপুরায় অর্ণব ভট্টাচার্য।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।