ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লালদিঘীর ৬ দফা মঞ্চে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
লালদিঘীর ৬ দফা মঞ্চে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন ....

চট্টগ্রাম: ঐতিহাসিক ৬ দফা দিবসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরের লালদিঘী ময়দানে নব নির্মিত ৬ দফা মঞ্চে বুধবার (৭ জুস)  শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ৬ দফা কে বাঙ্গালীর মুক্তির সনদ বলা হয়।

এতো দিন চট্টগ্রামের ৬ দফা দিবস পালনের কোনো স্থান ছিল না। মাননীয় শিক্ষা উপমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই মাঠে ৬ দফা ঘোষণা করেছিলেন সেই মাঠে ৬ দফা মঞ্চ তৈরি করে সেই স্মৃতি সংরক্ষণ করাই আমরা শিক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ঐতিহাসিক ৬ দফা আগামীতেও আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক ছাত্রনেতা বিপ্লব মিত্র, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজীব দত্ত রিংকু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিপু ঘোষ বিলু, শিবু  প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন তালুকদার, চচট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
পিডি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।