ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিইউএফটি ও ইউনিভার্সিটি অব বোরাসের মধ্যে এমওইউ স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিইউএফটি ও ইউনিভার্সিটি অব বোরাসের মধ্যে এমওইউ স্বাক্ষর

চট্টগ্রাম: শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণার সুযোগ রেখে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও সুইডেনের ইউনিভার্সিটি অব বোরাস এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে এ এমওইউ স্বাক্ষরিত হয়।

সমঝোতা পত্রে ইউনিভার্সিটি অব বোরাসের উপাচার্য মাথস টিনসটেন ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মোজাফফর উদ্দিন সিদ্দিক, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, মশিউল আজম সজল এবং বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. ইজ্ঞিনিয়ার আইয়ুব নবী খান।

এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে এক নতুন দ্বার উন্মচিত হবে। এতে উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা ছাড়াও ইন্টার্নশিপের সুযোগ পাবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।