ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন নিয়ে সরকার নতুন চক্রান্ত শুরু করেছে: শামীম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নির্বাচন নিয়ে সরকার নতুন চক্রান্ত শুরু করেছে: শামীম ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার আবার নতুন চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশ এখন চরম সংকটে পতিত হয়েছে।

মামলা দিয়ে, সাজা দিয়ে, চক্রান্ত করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে তাদের বিদায় নিতে হবে।

সোমবার (১২ জুন) বিকালে নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৪ জুন তারুণ্যের সমাবেশ উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম চৌধুরী শপথ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, নূরুল আনোয়ার, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।