ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলে ফেনসিডিল পাচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
মোটরসাইকেলে ফেনসিডিল পাচার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকায় মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল পাচার করার সময় মো. দিদারুল ইসলাম (২৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।  

শুক্রবার (১৬ জুন) ভোরে চট্টগ্রামমুখী লেইন থেকে তাকে আটক করা হয়।

 

দিদারুল ফেনী জেলার ফাজিলপুর এলাকার সাইদুজ্জামানের ছেলে।

কুমিল্লা হাইওয়ে অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকায় চট্টগ্রামমুখী লেইনে নাম্বারবিহীন মোটরসাইকেল আরোহি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

হাইওয়ে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে রাখা অবস্থায় ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার  বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।