ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পলাতক আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে গ্রেফতার করেছে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।  

রোববার (১৮ জুন) রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ইয়াসমিনা হক (৪৫) নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বাংলানিউজকে বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করেন ইয়াসমিন।

সেগুলোর বিপরীতে চেক প্রদান করে পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্মগোপন করেন। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিন হককে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (১৯ জুন) আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।