ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ...

চট্টগ্রাম: বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মানববন্ধন থেকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

 

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার বাসস্ট্যান্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ির সচেতন সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।  

এতে অংশ নেন ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, দৈনিক আজাদীর সোলাইমান আকাশ, দৈনিক পূর্বকোণের মোরশেদ মুন্না, সাংবাদিক জীবন মুছা, দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ জিপন উদ্দিন, দৈনিক সকালের সময়ের রফিকুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ওবাইদুল আকবর রুবেল, আফছার নুরী, মোহাম্মদ তানভীর, তারেকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর আঘাত হচ্ছে স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা। বর্তমানের এ পেশার মানুষগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা হামলাসহ নানা ঝুঁকির মধ্যে দিন পার করছেন সাংবাদিকরা।  মফস্বলের সাংবাদিকরা আরও বেশি নিরাপত্তাহীন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।