ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. তাইসীরুল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ জুন) সকালে উপজেলার বেঙ্গুরা এলাকার জব্বার সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তাইসীরুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. তারেকের ছেলে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী জানান, পুকুরে ডুবে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, শিশুটি উঠানে খেলাধুলা করার সময় পাশে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।