ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজির যোগদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজির যোগদান ডিআইজি নুরে আলম মিনা

চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের ৬১তম উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন নুরে আলম মিনা।

রোববার (২৫ জুন) তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়।

যোগদানের পরেই নতুন ডিআইজি নুরে আলম মিনা অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), কমান্ড্যান্ট আরআরএফ, এসপি চট্টগ্রাম, রেঞ্জ ডিআইজি অফিসের চার এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারদের নিয়ে জেলা পুলিশ লাইন্সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত 'জাগ্রত' ৭১ ও রণবীর ৭১'-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

নুরে আলম মিনা ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং এমএসএস সম্পন্ন করেন এবং ২০০১ সালে ২০তম বিসিএসে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন।

তেইশ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে সুনাম, যোগ্যতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ অনেক কমান্ডিং পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা্, জুন ২৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।