ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: নগরের সিটি গেইট এলাকায় এনএইচটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১ জুলাই) দুপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বাংলানিউজকে বলেন, শনিবার দুপুর ১টার দিকে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে কাজ শুরু করে।

প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আর্থিকভাবে দেড় লাখ টাকার ক্ষতি ও পাচঁ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।