ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে: নাছির ...

চট্টগ্রাম: বাংলাদেশ একটি কৃষি প্রধান ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ। আমাদের নেত্রী তাঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৫০০ মার্কিন ডলারের উপরে ও কৃষির মাধ্যমে খাদ্য স্বয়সম্পুর্ণ করেছেন।

শনিবার (১ জুন) রাতে নগর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা অসহায় মানুষের পাশে যেভাবে কাজ করে যাচ্ছেন।

সামনেও সেভাবে কাজ করে যাবেন। দেশ ও মানুষের কল্যাণের জন্য সবাইকে কাজ করে যেতে হবে।  

এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ  সদস্য নোমান আল মাহমুদ, বিশেষ অতিথি ২১নম্বর জামালখান ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম চৌধুরী বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, মহানগর কৃষক লীগের  দপ্তর সম্পাদক মো. নুরুদ্দিন, প্রচার সম্পাদক ডা. আর কে রুবেল, সাংস্কৃতিক সম্পাদক জিশান জায়সী ইসলাম,  মাফিজুর রহমান, অ্যাড. নাসরিন, আলী আশরাফ, ডাক্তার দেবাশীষ, সোহেল, শিশির পালিত, সন্দীপন মান্না প্রমুখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাত, শিবু দাস, নবনির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হোসেন, ২নং ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ২নং ইউনিট সহ সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল উদ্দিন লিটন, ৩নং ইউনিট সাধারণ সম্পাদক বাবুল দেব, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দুল আলম, কাজী এনাম, আসাদ সোবাহান, বিকাশ দাশ, সরফুদ্দীন মাহি, জামালখান স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।