ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪ ...

চট্টগ্রাম: লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (১ জুলাই) রাতে বান্দরবানের ফাইথং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আবু ছালেক (২২), রিদুয়ানুল ইসলাম প্রকাশ ইমন (২২),আবদুল করিম (২৫) ও আবদুল কাদের (৪৩)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ জানান, গত ৩০ জুন রাতে সাতকানিয়া থানার ডুলু ব্রীজ এলাকা থেকে যাত্রীবেশে ওই ৪ জন গুনু মিয়াকে লোহাগাড়া থানার আউলিয়া মসজিদের সামনে যাবার কথা বলে তার অটোরিকশাটি ৫০০ টাকায় ভাড়া করে।

রাত সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকায় পৌঁছলে তারা গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে মারধর করে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে গুনু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে।  

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে লামা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। আসামিরা সবাই ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।