ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়ন যাচাই বাছই শেষে এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।

বাতিলকৃত দুই প্রার্থীর জমা দেওয়া মনোনয়ন পত্রে সমর্থন সুচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায় নি বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

 

তিনি বাংলানিউজেকে জানান, আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। ৬ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। নির্বাচনে ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।