ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের স্বাস্থ্য উপকমিটিতে বিদ্যুৎ বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
আ.লীগের স্বাস্থ্য উপকমিটিতে বিদ্যুৎ বড়ুয়া ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কমিটিতে পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন দেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

 

শনিবার (৮ জুলাই) এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপকমিটিতে ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ সদস্য হিসেবে রয়েছেন ৭৯ জন।

 

এ উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে। এছাড়া আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাকে সদস্য সচিব করা হয়েছে।  

২০২৫ সাল পর্যন্ত এই উপ-কমিটি দায়িত্ব পালন করবে।

ডা. বিদ্যুৎ বড়ুয়া করোনাকালে চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে স্বাধীনতার পরে প্ৰথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল তৈরি করে সাধারণ মানুষকে সেবা দিয়ে জনবান্ধব ও মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত। তিনি ইতিমধ্যে ভারতের আন্তর্জাতিক পুরস্কার ‘চিকিৎসক রত্ন’, বাংলাদেশ সরকারের শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইয়ুথ আইকন ও হেলথ হিরো সহ সহস্রাধিক সম্মাননা পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।