ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১১১

চট্টগ্রাম: চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৪ গুণ।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১১ জন।

রোববার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ  মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৫৯ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২৯৫ জন।  

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মশা বাহিত রোগ। ডেঙ্গু থেকে রক্ষায় অবশ্যই মশা নিধনে জোর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।