ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারতের ‘আদি মোহিনী কাঞ্জিলাল’ এখন চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ভারতের ‘আদি মোহিনী কাঞ্জিলাল’ এখন চট্টগ্রামে কেক কেটে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চট্টগ্রাম শোরুম উদ্বোধন করেন অতিথিরা।

চট্টগ্রাম: ভারতের বিখ্যাত শাড়ির ব্রান্ড আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চট্টগ্রাম শাখার যাত্রা শুরু হয়েছে।  

নগরের লালদীঘির উত্তর পাড়ের মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে এ উপলক্ষে বসেছিল চিত্রনায়িকা, মডেল, বিউটিশিয়ানসহ শাড়িপ্রেমীদের মিলনমেলা।

 

ফিতা কেটে বাংলাদেশে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের দ্বিতীয় শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল ও আশিষ কাঞ্জিলাল।  বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা।

 

স্বর্ণালী কাঞ্জিলাল বলেন, ভারতের ঐতিহ্যবাহী সম্ভার নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের চট্টগ্রাম শোরুম উদ্বোধন হলো। সাত দিনের উৎসবে ভালো ডিসকাউন্ট থাকছে। ব্যবসায়ী সমিতির নেতারা আমাদের জন্য দোয়া করেছেন। মানুষের ভালোবাসা আর দোয়া আমাদের চলার পথের প্রেরণা।  

তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ’র বড় অংশ চট্টগ্রামে শ্যুটিং হয়েছে। চট্টগ্রামে অনেক সুন্দর লোকেশন আছে। সুড়ঙ্গ ও চট্টগ্রামকে ঘিরে আমার অনেক স্মৃতি আছে। চট্টগ্রাম আমার পছন্দের শহর। বেড়ানোর সুন্দর সুন্দর জায়গা আছে। আজ চট্টগ্রামে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম উদ্বোধন হচ্ছে। সব জেলাতে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম হবে এটা প্রত্যাশা করি। নারীরা সাজগোজ করতে পছন্দ করে। নারীদের একবার আসা উচিত। পছন্দ হলে কেনা উচিত। আশাকরি আপনারা নিরাশ হবেন না।  
  
অনুষ্ঠানে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতারা শুভেচ্ছা জানান। স্বাগত বক্তব্য দেন আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বাংলাদেশ ফ্রাঞ্চাইজি শিবলী মাহমুদ সুমন।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।