ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই: চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই: চসিক মেয়র ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে চসিক মেয়রের কাছে শিক্ষা বোর্ডের এসএসসি ২০২৩ এর ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন এদেশের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

আমারা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক, উপ বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার।

এ সময় মেয়র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। দ্রুত সময়ে ফলাফল প্রকাশের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বোর্ড  চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান মেয়র।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।