ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক দিদারের চলে যাওয়ার ২ বছর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, আগস্ট ১৯, ২০২৩
সাংবাদিক দিদারের চলে যাওয়ার ২ বছর

চট্টগ্রাম: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের প্রয়াত আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  

শনিবার (১৯ আগস্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল, খতমে কোরআন এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

দিদারুল আলম ২০২২ সালের ১৯ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য শুভার্থী সহকর্মী স্বজন রেখে গেছেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।