ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একুশে আগস্টে হামলার অপরাধীদের দণ্ড কার্যকরের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
একুশে আগস্টে হামলার অপরাধীদের দণ্ড কার্যকরের দাবি বক্তব্য দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানসহ সব অপরাধীর দণ্ড কার্যকরের দাবিতে সমাবেশ হয়েছে সিইপিজেডের বে শপিং চত্বরে।  

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল চারটায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মো. লোকমান ও জাহিদ হোসেন খোকনের পরিচালনায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহাবুবুল হক মিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের সহ সভাপতি হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আবু তাহের, নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।