ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, আগস্ট ২৪, ২০২৩
বোয়ালখালীতে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কাজল দাশ। বুধবার সকালে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে ভুলে ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।