ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ২ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রাম: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত ২৫ আগস্ট ৭ মাস বছর বয়সী লাবিব এবং গত ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদ নামে দুই শিশু চমেক হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু উপসর্গ নিয়ে। এদের মধ্যে লাবিব শনিবার (২৬ আগস্ট) দুপুরে এবং জাহিদ (শুক্রবার) ২৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুই জনেরই এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোম জটিলতা ছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।  

এনিয়ে এ বছর মোট ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫২ জন। এর মধ্যে ২১ জনই শিশু।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা,  আগস্ট ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।