ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খালে মিললো ৫ বছরের শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, সেপ্টেম্বর ২, ২০২৩
খালে মিললো ৫ বছরের শিশুর মরদেহ

চট্টগ্রাম: নগরের হালিশহরে খালের মধ্যে ভাসমান অবস্থায় মো. আব্দুল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহরের ছোটপোল এলাকার শফিক সাহেবের কলোনীর পাশে একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মো. আব্দুল ওই এলাকার মো. কামালের ছেলে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, পাশের খালের মধ্যে ভাসমান অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।