ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রলারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ট্রলারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫ ...

চট্টগ্রাম: কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে দগ্ধ শফিকুল ইসলাম (২৬) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

 

তিনি জানান, কক্সবাজারে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শফিক নামে আরও এক জেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। তার ৫০ শতাংশ বার্নের পাশাপাশি আগুনে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ আরও দুইজন আইসিইউতে ও দুইজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি।  

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।