ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, সেপ্টেম্বর ১৫, ২০২৩
চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছে আব্দুর রহমান সুজন (২০)।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।

সুজনের (২০) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সুজনের এক বন্ধু আহত অবস্থায় তাকে হাসপাতালে আনেন।

এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খুলশী থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তারা প্রকৃত ঘটনার বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।