ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাপানে মরণোত্তর সম্মাননা পেলেন দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
জাপানে মরণোত্তর সম্মাননা পেলেন দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন 

চট্টগ্রাম: জাপানের নালন্দা মহাবিহারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে ।  

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন সাতবাড়িয়া বেপারিপাড়া রত্মাংকুর বিহারের অধ্যক্ষ ড.সুমনপ্রিয় স্থবির।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) পটিয়ার ঊনাইনপূরায় প্রয়াত রঞ্জন কান্তি বড়ুয়া সাপ্তাহিক সংঘদানে উপস্থিত হয়ে ড. সুমনপ্রিয় স্থবির এ সম্মাননা ঊনাইনপূরা লঙ্কারামে হস্তান্তর করেন।  এ সম্মাননা গ্রহণ করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, ঊনাইনপূরা লঙ্কারামের অধ্যক্ষ রতনানন্দ স্থবির, দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির জাতীয় অন্ত্যেস্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব।

 

এ সময় উপস্থিত ছিলেন ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনী সাবেক সভাপতি নিত্যময় চৌধুরী ও মিলিন্দরাজ বড়ুয়া চৌধুরী, বর্তমান সভাপতি নয়ন কান্তি বড়ুয়া , সহ সভাপতি জনপ্রিয় বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।