ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, সেপ্টেম্বর ২৭, ২০২৩
পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে পটিয়ার কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পটিয়ার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার মৃত আহমদুর রহমানের ছেলে এস এম আজিজুর রহমান খোকন ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৃত সৈয়দ মুরাদের ছেলে সৈয়দ আলম (৩৩)।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী বাসটি কমল মুন্সির হাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।