ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২২ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন। এনিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬২ জন।

তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।  

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৪১ জন। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন ৪ জন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।