ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
চান্দগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে থানার সিএন্ডবি বাহির সিগন্যাল এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

রোববার (১৫ অক্টোবর) সকালে বালুরটাল জালালীয়া আবাসিক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার কল্যাণ বড়ুয়া (৪৫) রাউজান থানার নোয়াপাড়া পথের হাট হোয়ারা পাড়ার সুকুমল ডাক্তারের বাড়ির মৃত অমূল্য বড়ুয়ার ছেলে।  

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কল্যাণ বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।

কল্যাণ বড়ুয়া বিরুদ্ধে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এই মামলায় কল্যাণ বড়ুয়াকে গ্রেফতার দেখোনো হয়েছে। শিশুটির বাবা-মা দুইজনই গার্মেন্টস কারখানায় চাকরি করেন। শিশুটির বাসায় কল্যাণ বড়ুয়া সাবলেট থাকতেন। তিনি শিশুটির দাদা সম্পর্কের আত্মীয় হন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।