ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
বোয়ালখালীতে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে নেজামুল হক (২৩) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নেজামুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মাহাদার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নেজামুল কালুরঘাটের একটি প্রতিষ্ঠানে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো।

শুক্রবার দুপুরে নেজামুল মায়ের সঙ্গে অভিমান করে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নেজামুলকে মৃত অবস্থায় উপজেলা হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।