ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার হত্যা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন।

এর আগে ঢাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন,  চান্দগাঁও থানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার হত্যা মামলায় 
সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট দিতেও আদেশ দিয়েছেন।  

২০২১ সালের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় নিহত হৃদয় তরুয়ার বন্ধু আজিজুল হক বাদী হয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। একইদিন চান্দগাঁও এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয়েছিলেন হৃদয়। গত ২৩ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।