ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণবোঝাই ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও একজন।

মৃত্যুবরণকারী সাইফুদ্দীন জামিল (২৭) পটিয়ার হুলাইন এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে। আহত রেজাউল করিম (২৬) একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু সাইফুদ্দীন ও রেজাউল মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে বেড়ানো শেষে রাতে বাড়িতে ফিরছিলেন। সাতকানিয়ার ছদাহা  রাজঘাটা এলাকায় লবণ-পানিতে পিচ্ছিল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছন থেকে চট্টগ্রামমুখী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাইফুদ্দীনের মৃত্যু হয়।  

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ মতিন বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।