চট্টগ্রাম: চসিক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তারা মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, দিদার হোসেন, মো. হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য খাজা স্বপন,
কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মো. রিমন, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো.মিজান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।
গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআই/টিসি