চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, দীপন ধর (৪০), মো.ফারুখ (৪৫), মো. ইমরান হোসেন (৩২), মোমনির আলম (৩৩), পেয়ার আহমেদ (৪৫), মো. আব্দুর রহমি (৩৭), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), মামুনুর রশদি পাভেল (২১), শুক্কুর আহমেদ প্রকাশ মো. ফয়সাল (২২), আলী মর্তুজা (৩৫), ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শাহাজাহান ইসলাম সাজু (২৮), ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক মো.নাহিদুল আলম এলিন (৪৩), সদরঘাট থানার ঘাট গুদাম শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো.সফর আলী (৩৯), মো.ইকবাল হোসেন (৩৫), ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো.নুরুল আলম (৬২), মো.রুবেল মিয়া (২৬), মো.আব্দুর রউফ বাদশা (১৯), মো.ওসমান গণি প্রকাশ ইমন (২৪), এ এন মেহেদী ইসলাম বাপ্পী (৪৪), মো.রফিক (৪০), মো.রাকিব(২৪), ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাসুদ(৫০), মো. সাইফুল ইসলাম (৪৭), মোহাম্মদ আরশাদুল নুর (২০), আবুল কাসেম (৪৫), মো.আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো.বেলাল (৩৩), মো.রুবেল (২৭) ও মো. আলমগীর হোসেন (৩৬)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলার ৩০ জনকে জনকে গ্রেপ্তার করা রয়েছে।
বাংলাদেশ সময়:১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআই/পিডি/টিসি