চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লোহাগাড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার লোহাগাড়া সদর জমিদার পাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।
লোহাগাড়া থানার (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বিই/পিডি/টিসি