ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতিকে আরো শক্তিশালী করবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
‘ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতিকে আরো শক্তিশালী করবে’

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘Riba and Financial Practices’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্তে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, প্রধান পৃষ্ঠপোষক বিজিসি ট্রাস্ট্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ফাহিম উদ্দিন আহমদ আরিফ, কি-রিসোর্স পারসন ছিলেন কানাডার ইয়র্কভ্যালি ইউনিভার্সিটির একাউন্টিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম।

 

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মিসেস নওরীন আফরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান, ট্রেজারার ইনচার্জ প্রফেসর ড. হযরত আলী মিয়া, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস এম শোয়েভ, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, আজকের শিক্ষার্থী যারা আগামী দিনে কর্মজীবনে প্রবেশ করবেন, জীবনের শুরু থেকেই কিভাবে আপনার পেশাগত জীবন গঠন করবেন তার একটা পরিকল্পনা থাকতে হবে।

বিশেষ করে যারা ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করবেন তাদের কর্মজীবনকে বা আপনাদের ক্যারিয়ার কিভাবে গঠন করবেন সেই বিষয়ে বাস্তব সম্মত গাইড লাইন প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনারের আয়োজন করে থাকে। আজকের এই সেমিনার থেকে আপনারা ভবিষ্যত কর্মজীবনের অনেক দিক নির্দেশনা পাবেন।

কি-রিসোর্স পারসন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম বলেন, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যা পশ্চিমারাও গ্রহণ করেছে। ইনসাফভিত্তিক সমাজ গঠন, দরিদ্র ও বেকারত্ব দূরীকরণে ইসলামিক ব্যাংকিং চর্চার কোন বিকল্প নেই, তাই নামে নয়, সত্যিকারের অর্থেই সমাজে ইসলামি ধারার ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। কনভেনশনাল ব্যাংকিংয়ের বিপরীতে ইসলামিক ধারার ব্যাংকিংয়ের প্রসার ঘটানো চ্যালেঞ্জ হলেও অর্থনৈতিক মুক্তির জন্য এর বিকল্প নেই।  

তিনি তার বক্তব্যে মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই মহান ভাষা শহীদদের স্মরণ করে সর্বস্তরে বাংলা ভাষা চর্চায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান পৃষ্ঠপোষক ট্রাস্টি বোর্ডের সদস্য ফাহিম উদ্দিন আহমদ আরিফ বলেন, বিশ্বায়নের যুগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সকলকে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে আমাদের শিক্ষার্থীরা উন্নত বিশ্বে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুনড়ব রাখতে পারে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।