চট্টগ্রাম: কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
খাবার ও চিকিৎসা ভাতা বাড়ানোসহ বিভিন্ন সুবিধার দাবিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্যাসিফিক ক্যাজুয়েলস এর শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
এর আগে রোববারও (৯ ফেব্রুয়ারি) একই দাবিতে বিক্ষোভ করেন প্যাসিফিক ক্যাজুয়েলস এর শ্রমিকরা। এ অবস্থায় এক নোটিশে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কারখানার দুই ইউনিট বন্ধ ঘোষণা করা হয়।
কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়াল কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিন্স গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। উভয় প্রতিষ্ঠানের শ্রমিকরা একে অপরের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ করেন।
চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি