চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কপিল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
কপিল মেম্বার মধ্যম শাকপুরা আনিস তালুকদার পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি শাকপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে কপিল মেম্বারকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বিই/টিসি