চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (১২ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত আলম (৫৫), আবাদুল কাইয়ুম (২৭), মো.রাজিব (২৮), রবিউল (৩২), নাজমা আক্তার লিপি (৩৫), মোহাম্মদ ফরহাদ (২৭), নুরুল ইসলাম (৩৪), আব্দুল হান্নান লিটন (৪৮), মো.ইমন উদ্দীন (২৪), আব্দুল ওহাব (২২), শাহজাহান (৪৫), নুর আলম (৩০), শাহাদাত হোসেন রাসেল (৩৪), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪), কামরুল হাসান (২৬), মোহাম্মদ আবু সুফিয়ান, সুমন (২৯), সুজন দেওয়ানজী (৩৫), আনোয়ার (৪০), নুর আক্তার প্রমা (৪৪), ইমদাদুল হক (৩৭), ইয়াসিন (১৮), আরিফ (৩০), কল্লোল দাশ (৪৯), মোহাম্মদ ছমিউদ্দিন (৩৬), মামুন (৪২), ফয়সাল (৪৫), রাশেদ (৩৫), দিাদর আলম (৪৩), সুনীল দাশ (৬৫), পদ্মারানী দাশ (৩৬), মহিউদ্দিন রায়হান (২৭), জাবেদ (৩৪), তারেক হাসান জুয়েল (৪২), মরহম আলী (৩০), সাজ্জাদ (২৫), জিহাদ প্রকাশ শিকু (১৯), আল আমিন তুফান (২৫), মো.নজরুল ইসলাম সোহাগ (৩১) ও রনি (২০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমআই/টিসি