চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় আরশাদুন নুর সিফাত নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সংগঠক এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলার জামালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিফাত শিকলবাহা জামালপাড়ার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান নূরীর ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলানিউজকে বলেন, অপারেশন ডেভিল হান্ট এর নির্দেশনা অনুযায়ী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বিই/টিসি