চট্টগ্রাম: নগরের বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ৩ জন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ভোর ৬টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রী মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তারের (৪৫)। এছাড়া মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তারকে (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। মো. ইলিয়াছ ইলেকট্রিক মিস্ত্রি।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানান, হতাহতদের শরীর পুড়ে যায়নি। তবে ধোঁয়ায় তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এছাড়া দুইজনকে মৃত অবস্থায় আনা হয়।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি