চট্টগ্রাম: বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম প্যানেলের উদ্যোগে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাবে।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ জোবাইর।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্যানেল কো-অর্ডিনেটর ডা. মনজুরুল করিম বিপ্লব, এমএ হোসাইন, শাহাদাত হোসেন খোকন, রেজাউল করিম ভুট্টো, অ্যাডভোকেট এরশাদ হোসাইন, আনোয়ার সাদাত মুরাদ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ইমাম হোসেন সোহেল।
৮৮ বন্ধুদের মধ্যে গান পরিবেশন করেন পলি, মিতুন, সাগর, সিদ্দিক, মনজুর। সীমা ও তার ছোট বোনের নৃত্য উপস্থিত বন্ধুদের বিমোহিত করে। এরপর নির্ধারিত অতিথি শিল্পীদের গান উপভোগ করেন বন্ধুরা।
বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া মিলনমেলায় হরেক রকমের গ্রামীণ ঐতিহ্যের শীতের পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ‘প্লাস্টিককে না বলুন’ শ্লোগানে পরিবেশ দূষণ রোধে সচেতনতা র্যালি শুরু হয়ে কাজীর দেউরি কাঁচা বাজারে এসে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান, এম এ হাসেম রাজু ও পরিবেশ ফোরাম বাংলাদেশ ৮৮ কো-অর্ডিনেটর রিতু পারভী।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি