চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি ফ্যান্সিস সড়কে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছনে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা ওই এলাকায় যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র লুট করে আসছিল।
গ্রেপ্তার পাঁচজন হলো, মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
বিই/পিডি/টিসি