ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
শারীরিক শিক্ষা কলেজে ভলিবল প্রতিযোগিতা  সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আন্তঃহাউজ ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খেলোয়াড়রা।

চট্টগ্রাম: তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আন্তঃহাউজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কলেজ মাঠে ফাইনাল খেলায় খেলায় ইমরানুর রহমান হাউজ ২-১ সেটে হামজা চৌধুরী হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী।  

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শোয়াইব ও ক্রীড়া সংগঠক শামীম আহমেদ।

 

কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আন্তঃহাউজ মহাসচিব জহিরুল ইসলাম, প্রভাষক চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ ও শ্যামলী রাণী ভৌমিক।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।