ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে সাউথ সিটি শপিংমলে প্রথম র‍্যাফেল ড্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ফিনলে সাউথ সিটি শপিংমলে প্রথম র‍্যাফেল ড্র ফিনলে সাউথ সিটি শপিংমলের প্রথম র‍্যাফেল ড্র।

চট্টগ্রাম: ফিনলে সাউথ সিটি শপিংমলে অনুষ্ঠিত হলো প্রথম র‍্যাফেল ড্র। যেখানে ৩০ জন বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকার গিফট ভাউচার পুরস্কার।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) র‍্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সহ-সভাপতি মোরশেদুল ইসলাম প্রমুখ।  

উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ নাসের এবং বিপুলসংখ্যক ক্রেতা সাধারণ, যা পুরো আয়োজনকে আরও আনন্দময় করে তোলে।

প্রতি ড্রতে বিজয়ীদের মধ্যে প্রথম ১০ জন পাচ্ছেন ৫ হাজার টাকা করে (মোট ৫০ হাজার টাকা), দ্বিতীয় ১০ জন পাচ্ছেন ৩ হাজার টাকা করে (মোট ৩০ হাজার টাকা) এবং শেষ ১০ জন পাচ্ছেন ২ হাজার টাকা করে (মোট ২০ হাজার টাকা) গিফট ভাউচার। পুরস্কারপ্রাপ্তরা আগামী ৩১ মে পর্যন্ত ফিনলে সাউথসিটিতে শপিং করতে পারবেন। ঈদুল ফিতর পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর অন্তর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং প্রতি ড্রতে ১ লাখ টাকার সমপরিমাণ গিফট ভাউচার দেওয়া হবে। এই উদ্যোগ শপিংমলে ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে, যা কেনাকাটার অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তুলছে। এই র‍্যাফেল ড্র যৌথভাবে আয়োজন করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড এবং ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশন।  

ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে মেগা র‍্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি সেডান কার! এ ছাড়াও বিজয়ীরা জিততে পারবেন আইফোন, ল্যাপটপ, মোবাইলসহ আরও ২০টি আকর্ষণীয় পুরস্কার।

র‍্যাফেল ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ফিনলে সাউথ সিটি শপিং মলের অফিসিয়াল ফেসবুক পেজে, যাতে অসংখ্য দর্শক অনলাইনে সরাসরি উপভোগ করেন। বিজয়ীদের সাথে শপ ওনার্স অ্যাসোসিয়েশন অফিস থেকে ফোনে যোগাযোগ করা হবে এবং পুরস্কার হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

ফিনলে সাউথ সিটি শপিং মলে ক্রেতাদের জন্য দারুণ অফার ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন আছে। এই শপিংমলে দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড তাদের শোরুম চালু করেছে। ব্র্যান্ডগুলোর মধ্যে এপেক্স, বাটা, বে, রাইজ, শৈল্পিক, হারলেন, খাদিঘর, ব্রোস্ট ক্যাফে। খোলার অপেক্ষায় আছে - লোটো, লি কুপার, ল্যান্ড, প্লাসপয়েন্ট, আর্ট, স্বদেশপল্লী, বারকোড, সাদিয়া'স কিচেন, ফ্ল্যাগশিপ ১৩৮, টাইমজোন ইত্যাদি। এ ছাড়াও থাকছে বাচ্চাদের জন্য ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক জি জি আইল্যান্ড এবং অত্যাধুনিক সব টেক ব্র্যান্ড ও আধুনিক গ্যাজেট হাব।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।