ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে মোটরসাইকেল উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
হাটহাজারীতে মোটরসাইকেল উল্টে নিহত ১

চট্টগ্রাম: হাটহাজারী শিকারপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আলভী (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কুয়াইশ-অক্সিজেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আশরাফুল আলম (১৪) নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়।

নিহত আলভী বায়েজিদ এলাকার নুর আহম্মদ কোম্পানির বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের ছেলে।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন সুমন বাংলানিউজকে বলেন, কুয়াইশ রাস্তার মাথা হলে অক্সিজেনগামী সড়কের বেল্লা বাপের ঘাট এলাকায় মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণে স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আলভীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।