ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলায় 'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টিভ্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পেনিনসুলায় 'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টিভ্যাল

চট্টগ্রাম: তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টিভ্যাল।  

পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বৈচিত্র্যময় সুস্বাদু খাবারের বড় আয়োজন নিয়ে এই ফ্যাস্টিভ্যাল শুরু হয়েছে।

পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন ব্যতিক্রমী ফুড ফ্যাস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টভ্যালে ভারতের বিভিন্ন রাজ্যের ট্র্যাডিশনাল সব খাবারের অভিজ্ঞতা পাবেন অতিথিরা। এর মধ্যে রয়েছে নানা স্বাদের বিরিয়ানি, সিজলিং কাবাব, মাটন দম বিরিয়ানি, মাটন রোগান জশ, চিকেন বাটার মাসালা, বিফ আচারি মসলাসহ ইন্ডিয়ান নানা ঐতিহ্যবাহী খাবার। এ ছাড়া গোলাব জামুন, ক্ষীরসহ নানা স্বাদের সুমিষ্ট ডেজার্ট থাকছে বুফে মেনুতে।  

পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের নেতৃত্বে সুদক্ষ শেফ টিমের তৈরি 'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টিভ্যালের বড় ফুড মেনুতে সাজানো থাকবে বুফে সেটআপ। এই ফেস্টিভ্যালে দেশি-বিদেশি অতিথিরা শতাধিক পদে সাজানো ভারতীয় ঐতিহ্যবাহী সব ধরনের খাবারের স্বাদ উপভোগের সুযোগ পাবেন। ১৮ নভেম্বর পর্যন্ত 'ইন্ডিয়ান স্পাইস ভয়েজ' ফুড ফ্যাস্টিভ্যাল চলবে। বিস্তারিত ফোনে ( 01755554645/01755554617) জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।