ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চার শিশুকে পাশবিক নির্যাতনের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, নভেম্বর ১৪, ২০২৩
চার শিশুকে পাশবিক নির্যাতনের চেষ্টা, শিক্ষক গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুককে (২১) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে মাদ্রাসার হলরুমের ভেতর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের পাশে মন্দুরীর বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে জানান, মাদ্রাসাশিক্ষক মো. ওমর ফারুক চার শিক্ষার্থীকে হাত-পা টেপানোর নাম দিয়ে পর্যায়ক্রমে পাশবিক নির্যাতনের চেষ্টা করে।

এর মধ্যে এক শিক্ষার্থী তার বাবাকে বিষয়টি জানালে তিনি মাদ্রাসার পরিচালককে বিষয়টি জানান। মাদ্রাসার পরিচালক ও অভিযোগকারী শিক্ষার্থীর বাবা অভিযুক্ত মো. ওমর ফারুককে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা বিষয়টি স্বীকার করে। এরপর এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে মো. ওমর ফারুককে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।