ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খুন

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৩৪) প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন।



মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।


এদিকে আহত আনোয়ার হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা শাহাদাত হোসেনের ওপরে হামলা চালায়। মাদক ব্যবসায়ীরা নানা সময় এলাকায় মাদক সেবন করে রাতবিরাতে ঘুরতেন।

সোমবার (২০ নভেম্বর) আবু তালেব নামে এক ব্যক্তির ওপরও হামলা করেছিল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে ভুক্তভোগীদের ওপর হামলা করে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রতিবেশী তারেক ও এলাহীর সঙ্গে আগে থেকে ভুক্তভোগীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ হলে শাহাদাত খুন হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।