ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রটোকল ছাড়াই মানুষের সঙ্গে মিশে গেলেন তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
প্রটোকল ছাড়াই মানুষের সঙ্গে মিশে গেলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম: সরকারি কোনো ধরনের প্রটোকল ও গাড়ি ছাড়াই নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে মিশে গেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

সরকারের তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সরকারি প্রটোকলে থেকে নিজের নির্বাচনী এলাকায় আসতে হতো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি রাঙ্গুনিয়া আসেন প্রটোকল ও সরকারি গাড়ি না নিয়ে।

উপজেলা সদরের অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়মে মৎস্যজীবী লীগের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় একেবারে সাধারণ একজন মানুষের মতো রাঙ্গুনিয়ার জনসাধারণের সঙ্গে মিশে যান তিনি।  

এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে মন্ত্রী মহোদয়ের গাড়ি বহরে প্রশাসনের প্রটোকল ছিল না।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।