ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী রুহেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী রুহেল

চট্টগ্রাম: মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব রহমান রুহেল।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া ।  

রুহেল যখন মনোনয়ন জমা দিচ্ছিলেন তখন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনতা ভিড় জমায়।

মনোনয়ন জমা দিয়ে রুহেল বের হয়ে আসলে উল্লসিত জনতা মুহুর্মুহু করতালিতে ফেটে পড়েন।  

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তরুণ প্রজন্মের কল্যাণ, পরিবেশবান্ধব, মাদকমুক্ত স্মার্ট মীরসরাই গড়ার প্রত্যয়ের কথা জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।